আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের ১৬ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। একই সঙ্গে এসব জেলাগুলোর ওপর দিয়ে কালবৈশাখী ঝড়সহ প্রচুর বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (১৯ মে) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এ তথ্য নিশ্চিত করেছে।
বিডব্লিউওটি জানায়, আজ রাত ১২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পঞ্চগড়, নিলফামারী, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, শেরপুর, উত্তর ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, জয়পুরহাট, নেত্রকোণা, জামালপুর এবং এর পার্শ্ববর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে (১০০-১৯০ মিলিমিটার)।
এসব এলাকার ওপর দিয়ে কালবৈশাখী ঝড়সহ প্রচুর বজ্রপাত হওয়ার আশঙ্কা আছে। এছাড়া দেশের আরও অনেক এলাকায়ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে ভারী বৃষ্টিপাত নিয়ে সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি জানায়, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে রোববার (১৮ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি মি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৮ মি.মি/২৪ ঘণ্টার বেশি) বর্ষণ হতে পারে।