চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ফকিরহাট এলাকা থেকে ১৯ মামলার পলাতক আসামি মো. আমির হোসেন প্রকাশ জীবনকে (২৯) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৭)।
তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ৮ বছর পলাতক ছিলেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন।
আটক আমির হোসেন চট্টগ্রাম নগরের হালিশহর থানার ঈদগাঁ বড় পুকুর পাড় এলাকার মো. আবুল হোসেনের ছেলে।
র্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মো. আমির হোসেন জীবনকে গতকাল (বুধবার) সন্ধ্যা পৌনে ৬টার দিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলা এবং নগরের বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা এবং ডাকাতিসহ সর্বমোট ১৯টি মামলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।