অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আজ ২ উইকেটে ৪০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে অপরাজিত ছিলেন মমিনুল হক ও শাহাদাত হোসেন। এ দুজন আজ জুটি বড় করতে পারেননি।
প্রথম সেশনেই সাজঘরে ফিরেন শাহাদাত। টাইগারদের স্কোরবোর্ডে যখন ৬৬ রান তখন কেমার রোচের বলে কেভম হজের মুঠোবন্দী হয়ে সাজঘরে ফিরেন তিনি। আউট হওয়ার আগে তিনি করেছেন ৭১ বলে ১৮ রান।
শাহাদাত ফেরার পর ক্রিজে মমিনুলের সঙ্গী হন লিটন দাস। ব্যাট হাতে মাঠে নেমে ক্যারিবীয় বোলারদের দেখেশুনেই খেলেছেন লিটন। মমিনুলের সঙ্গে জুটি গড়ে দলের সংগ্রহ বাড়িয়েছেন তিনি।
শাহাদাত ফেরার পর মমিনুল-লিটন গড়েছেন ৩৯ রানের জুটি। এ দুজনের জুটিতে ৩ উইকেটে ১০৫ রানের সংগ্রহ নিয়ে মধ্যাহ্নবিরতিতে গিয়েছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৫ রান, বাংলাদেশ পিছিয়ে আছে ৩৪৫ রানে।