শফিকুর রহমার (শফিক),স্পেশাল সিনিয়র রিপোর্টার : চট্টগ্রামের মিরসরাই পৌর সদর এলাকায় রেজিস্ট্রেশন বিহীন, অবৈধ মালিকানাধীন ও বৈধ ডকুমেন্টসবিহীন যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ চেকপোস্ট অভিযান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাদিম হায়দার চৌধুরী’র নেতৃত্বে মীরসরাই পৌর এলাকায় বিশেষ চেকপোস্ট অভিযান করা হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬খ্রি: কে সামনে রেখে যেকোনো ধরণের অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টির কাজে ব্যবহৃত হতে পারে এমন রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেলসহ অন্যান্য যানবাহন আটক করা হয়।
এ অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারাতে ০৪ টি মোটর সাইকেল আরোহীদের মামলা ও ০৬ টি মোটর সাইকেল জব্দ করা হয়।
এসময় মীরসরাই থানা পুলিশের একটি দল ও মীরসরাই ট্রাফিক জোনের অফিসার ও ফোর্স বিশেষ চেকপোস্ট জোরদার কার্যক্রমে উপস্থিত ছিলেন।

মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাদিম হায়দার চৌধুরী বলেন, রেজিস্ট্রেশন বিহীন, অবৈধ মালিকানাধীন ও বৈধ ডকুমেন্টসবিহীন যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ চেকপোস্ট অভিযান অব্যাহত থাকবে।

