রাজশাহীর আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৬ তরুণ তরুণীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে নগরীর লক্ষীপুর মোড়ে হোটেল গ্যালাক্সি নামে আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
ডিবির উপ-পুলিশ কমিশনার মীর মো. শাফিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর মোড়ে আবাসিক হোটেল গ্যালাক্সিতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩ তরুণ ও ৩ তরুণীকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।