pressbd24
ঢাকাশুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আসন্ন ত্রয়োদশ নির্বাচন পর্যবেক্ষণে আসছেন ১৬টি দেশের ৫৭ পর্যবেক্ষক

অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ মোট ৫৭ জন নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

এই পর্যবেক্ষকেরা ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথসহ গণতান্ত্রিক শাসন ও মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কয়েক’শ আন্তর্জাতিক পর্যবেক্ষকের সঙ্গে যুক্ত হবেন।

দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বড় প্রতিনিধি দল পাঠাচ্ছে মালয়েশিয়া, দেশটি থেকে আসছেন ১৪ জন পর্যবেক্ষক। তুরস্ক পাঠাচ্ছে ১২ জন পর্যবেক্ষক।

মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুন। তুরস্কের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমান তুর্কি সংসদ সদস্য মেহমেত ভাকুর এরকুল।

এ ছাড়া যে দেশগুলো পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে সেগুলো হলো : ইন্দোনেশিয়া (৫), জাপান (৪), পাকিস্তান (৩), ভুটান (২), মালদ্বীপ (২), শ্রীলঙ্কা (১), ফিলিপাইন (২), জর্ডান (২), ইরান (১), জর্জিয়া (২), রাশিয়া (২), কিরগিজস্তান (২), উজবেকিস্তান (১) এবং দক্ষিণ আফ্রিকা (২)।

এই তালিকায় উল্লেখযোগ্য পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জলাল সিকান্দার সুলতান এবং ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা।

পর্যবেক্ষকদের সমন্বয়ে সহায়তাকারী এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ জানান, এ পর্যন্ত প্রায় ৪০০ জন নির্বাচন পর্যবেক্ষকের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে এবং আরও কয়েকটি দেশ খুব শিগগিরই তাদের প্রতিনিধি পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে পারে।

কমনওয়েলথ পর্যবেক্ষক দলের ১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো। এ দলে আরও রয়েছেন মালদ্বীপের সাবেক পররাষ্ট্র উপমন্ত্রী জেফরি সালিম ওয়াহিদ, সিয়েরা লিওনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জন ফ্রান্সিস এবং মালয়েশিয়ার সাবেক সিনেটর রাস আদিবা মোহদ রাদজি।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন লাটভিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস। এই মিশনে ইউরোপীয় পার্লামেন্টের আরও সাত সদস্য থাকবেন।

এবারের নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ প্রায় দুই হাজার প্রার্থী ৩০০টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দিনে জুলাই সংস্কার সনদ নিয়ে গণভোটও অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।