স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম ও ফেনীতে পৃথক সাঁড়াশি অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭।
এসব অভিযানে নাশকতা, অস্ত্র, মাদক ও বিস্ফোরকসহ একাধিক মামলার চারজন শীর্ষ পলাতক আসামিকে আটক করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) রাতব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতাও রয়েছেন।
গ্রেপ্তার আসামিরা হলেন : চট্টগ্রামের ডবলমুরিং থানার সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. জামশেদ আলম, রাঙ্গুনিয়া থানার নাশকতা মামলার পলাতক আসামি ও থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আইয়ুব, ফেনীর মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. সাগর হাজী এবং ১১টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাইফুল ইসলাম।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে র্যাব চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. জামশেদ আলমকে গ্রেপ্তার করে।
ফেনীর সোনাগাজী থানার বাসিন্দা জামশেদের বিরুদ্ধে ২০০৮ সালের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় সাত বছরের সাজা ছিল।
একই রাতে দেড়টার দিকে বায়েজিদ থানার অক্সিজেন মীনা বাজার এলাকা থেকে নাশকতা মামলার পলাতক আসামি মো. আইয়ুবকে আটক করা হয়।
তিনি রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত।
২০২৪ সালের সেপ্টেম্বরে রাঙ্গুনিয়া থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় তিনি অভিযুক্ত ছিলেন।
এদিকে ফেনীর জিরোপয়েন্ট এলাকা থেকে ১১টি মামলার এজাহারভুক্ত আসামি মো. সাইফুল ইসলামকে আটক করে র্যাব। তার বিরুদ্ধে ফেনী সদর, সোনাগাজী ও চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় ডাকাতি, অস্ত্র, বিস্ফোরক ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
অপর এক অভিযানে ফেনী রেলওয়ে স্টেশন এলাকা থেকে রাত পৌনে ১২টার দিকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. সাগর হাজীকে আটক করা হয়।
২০২১ সালের একটি মাদক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
র্যাব-৭ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের প্রত্যেককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।