কক্সবাজারের উখিয়া থানার হলদিয়া পালং ইউনিয়নে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন শ্রমিক লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাতে উখিয়ার মরিচ্যা স্টেশন থেকে তাদের আটক করা হয়।
আটকররা হলেন : হলদিয়া পালং ইউনিয়নের পাগলির বিল গ্রামের জাফর আলম সওদাগরের ছেলে নুরুল আবছার বাবুল (৩৮), একই ইউনিয়নের মরিচ্যা গ্রামের মৃত মীর আহমদের ছেলে জয়নাল আবেদীন বাবুল (৪২) ও মৃত বশির আহমদের ছেলে জসিম উদ্দিন (৪০)।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন বলেন, ‘গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
শুক্রবার (১৬ মে) সকালে তাদেরকে কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়েছে।’