
স্টাফ রিপোর্টার : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. আয়াসকে গ্রেপ্তার করা হয়। সে ওই ক্যাম্পের ব্লক-৮ এর বাসিন্দা ফারুক আহমদের ছেলে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ আহমেদ বলেন, রোহিঙ্গা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।