pressbd24
ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় ১ লাখ ৯০ হাজার ইয়াবা টেবলেট উদ্ধার!

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক ; কক্সবাজারের উখিয়ায় পৃথক আবারও অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত অভিযানটি পরিচালিত হয়। তবে এসময় কোনো গ্রেপ্তার করা যায়নি।

বিজিবি জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়ার পানির পয়েন্ট এলাকায় টহল জোরদার করা হয়।

এ সময় মিয়ানমার দিক থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাদের আটকানোর চেষ্টা করে। উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালানোর সময় একটি কালো ব্যাগ ও শার্টে মোড়ানো পোটলা ফেলে যায়। পরে তা তল্লাশি করে খাকি প্যাকেটে মোড়ানো ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে, মঙ্গলবার ভোর ৬ টার দিকে উপজেলার পালংখালী সীমান্ত থেকে আরও এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পলাতক মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।