pressbd24
ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উখিয়া-টেকনাফে পৃথক অভিযান : ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার ; গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : কক্সবাজারের সীমান্তবর্তী উখিয়া ও টেকনাফে চলমান মাদকবিরোধী অভিযানে প্রায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। একই সময় উখিয়ায় পুলিশের পৃথক অভিযানে ৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে টেকনাফ থানার জালিয়াপাড়া নাফ নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তির ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।

উখিয়া ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, সোমবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে পালংখালী বিওপির সীমান্ত পিলার BD-19 এলাকা থেকে ৩০,০০০ পিস এবং পরদিন রাত ২টার দিকে হ্নীলা বিওপি এলাকা থেকে ৪০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, ‘পলাতক মাদক চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা টেবলেট উখিয়া ও টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে।’

অন্যদিকে একই সময়ে উখিয়া থানা পুলিশের পৃথক অভিযানে রাজাপালং ইউনিয়নের ডিগলিয়া পালং গ্রামের মো. ইউনুস (৩২) কে ৪ পিস ইয়াবাসহ আটক করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।