অনলাইন ডেস্ক : এশিয়া কাপে আবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বে ম্যান ইন গ্রিনরা আগে ব্যাট করে ছোট সংগ্রহেই থেমে গিয়েছিল। তবে এবার সূর্যকুমার যাদবদের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করাতে পেরেছেন সালমান আঘারা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে সাহিবজাদা ফারহানের ৪৫ বলে ৫৮ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রানের সংগ্রহ করেছে।
টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে দ্রুতই আগ্রাসী সূচনা এনে দেন নতুন ওপেনিং জুটি ফারহান ও ফখর জামান। দুজন মিলে স্কোরবোর্ডে ২১ রান যোগ করতেই তৃতীয় ওভারেই থার্ড-আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে হার্দিক পান্ডিয়ার বলে বিদায় নেন ফখর। ৯ বল খেলে ১৫ রানের ইনিংসে মারেন তিনটি চার।
এরপর ইনিংসের ভার কাঁধে নেন ফরহান। সাইম আইয়ুবকে নিয়ে গড়েন একপেশে ৭২ রানের জুটি। সাইম ১৭ বলে ২১ রান করে শিভম দুবের শিকার হন ১১তম ওভারে। তবুও থামেননি ফরহান। ১৭ রানের ছোট জুটি গড়েন হোসেইন তালাতের সঙ্গে (১০), কিন্তু ১৫তম ওভারে শিভম দুবে শেষ করেন তার লড়াই।
৪৫ বলে ৫৮ রান করে ইনিংসের সেরা স্কোরার হন ফারহান। ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কার মার। ফারহান আউট হওয়ার পর পাকিস্তানের রানের চাকা ঘুরতে থাকে ধীরগতিতে। অধিনায়ক সালমান আলি আঘা ও অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ মিলে গড়েন গুরুত্বপূর্ণ ৩৪ রানের জুটি। নওয়াজ খেলেন ১৯ বলে ২১ রানের ইনিংস, একটি চার ও একটি ছক্কা ছিল এতে। আঘা করেন ১৩ বলে ১৭ রান।