স্টাফ রিপোর্টার : কক্সবাজারের উখিয়ার বাসিন্দা সৈয়দ নুর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই রোহিঙ্গা যুবকসহ তিনজনকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।
সোমবার (২১ জুলাই) বিকাল থেকে রাতব্যাপি অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন : নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া গ্রামের অছিউর রহমানের ছেলে ইসমাইল (২৬), রোহিঙ্গা নাগরিক অলী উল্লাহর ছেলে রহমত উল্লাহ এবং অপর রোহিঙ্গা আলী হোসেন মুনিয়া।
এ ছাড়া টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৮ জুলাই সন্ধ্যায় সৈয়দ নুরকে অজ্ঞাতনামা কয়েকজন অপহরণ করে নিয়ে যায়। পরদিন তার স্ত্রী জোবাইদা বেগম নাইক্ষ্যংছড়ি থানায় একটি অপহরণ মামলা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।