স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে বিয়ের অনুষ্ঠানে তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতের পর জবাই করে এমদাদ হোসেন (৪৭) নামের এক বিএনপি নেতাকে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার মৃত উমর ছিদ্দিক মেম্বার বাড়ি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার পর একজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
এমদাদ হোসেন ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে ও পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের ছোট ভাই শামসু আলম জানান, বৃহস্পতিবার রাতে নুরুল আলম ওরফে পুতুইয়ার ছেলে মো. আরকানের বিয়ের অনুষ্ঠানে একই এলাকার আব্দুর রহমানের সঙ্গে তার ভাইয়ের কথা কাটাকাটি হয়।
এরপর এমদাদ হোসেন তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে চলে যান।
কিছুক্ষণ পরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আব্দুর রহমান, মো. ইসমাইল, মো. শফিক, মো. হামিদ, সৈয়দ আলম ও কামাল হোসেনের নেতৃত্বে ৪-৫ জন তাকে ছুরিকাঘাত করে এবং মৃত্যুর নিশ্চিত করতে জবাই করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বলেন, ‘স্থানীয়রা ঘটনার পর কামাল হোসেন নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

