pressbd24
ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে সমুদ্রে নিখোঁজ চবির আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
জুলাই ৯, ২০২৫ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী আসিফ আহমেদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ জুলাই) সকালে কক্সবাজার পৌরসভার সমিতিপাড়াস্থ সৈকতে মরদেহটি ভেসে আসে।

খবর পেয়ে মরদেহটি শনাক্ত করেছেন আসিফের বড় ভাই। তিনি বগুড়া জেলার দক্ষিণ নারুলীর রফিকুল ইসলামের ছেলে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কক্সবাজার টুরিস্ট পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুল মুকিত। তিনি বলেন, ‘শহরের সমিতিপাড়ার সৈকতের পাশে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে নিহত আসিফের বড় ভাই এসে মরদেহটি শনাক্ত করেন।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় নিখোঁজ আরেক শিক্ষার্থী অরিত্রকে উদ্ধারে অভিযান চলছে।’

এর আগে, মঙ্গলবার (৮ জুলাই) সকালে কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে প্রবল স্রোতেন টানে তলিয়ে যান চবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী।

তারা হলেন : অরিত্র হাসান, আসিফ আহমেদ ও কে. এম. সাদমান রহমান সাবাব।

মঙ্গলবার সকালেই সাবাবের মরদেহ উদ্ধার করা হয়। সাবাবের বাড়ি রাজধানী ঢাকার মিরপুরে।

আজ (বুধবার) সকালে উদ্ধার করা হয়েছে আসিফের মরদেহ। তবে এখনো নিখোঁজ রয়েছেন অরিত্র হাসান নামে আরো এক শিক্ষার্থী।

তিনি বগুড়া জেলার ঠনঠনিয়া দক্ষিণ পাড়ার মো. আমিনুল ইসলামের ছেলে।

এদিকে প্রতিভাবান তিন তরুণের এমন মৃত্যুর ঘটনায় তাদের পরিবারের পাশাপাশি সহপাঠীদের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।