
স্টাফ রিপোর্টার : কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি বন্দুক ও চারটি গুলিসহ চিহ্নিত এক ডাকাত গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালীস্থ রেল স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।
মো. রাসেল ওরফে রিয়াজু (৩৩) ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকার নুরুল ইসলামের ছেলে।
অলক বিশ্বাস বলেন, বিকেলে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী রেল স্টেশন এলাকায় অপরাধ ঘটানোর উদ্দেশে জনৈক দুর্বৃত্ত সহযোগীদের নিয়ে সশস্ত্র অবস্থায় অবস্থানের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালানোর সময় স্থানীয় জনতার সহায়তায় ধাওয়া দিয়ে একজনকে গ্রেফতার করতে হয় হয়।
এসময় পুলিশ আটক আসামির কাছ থেকে দেশীয় তৈরি একটি লম্বা বন্দুক এবং ৪টি কার্তুজ উদ্ধার করেছে।
জেলা পুলিশের এ মুখপাত্র জানান, গ্রেফতার ব্যক্তি একজন চিহ্নিত ডাকাত। ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
গ্রেফতার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান, অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।