
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বোয়ালিয়া গ্রামের মো. আল আমিনের বাড়িতে ছয়জন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে অভিযান চালানোর সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে কটিয়াদী থানাকে অবহিত করা হয়। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।
আটক ব্যক্তিরা হলেন- কুড়িগ্রামের ওলিপুর থানার পাঁচপীর গ্রামের শফিকুল ইসলাম (৪৮), কিশোরগঞ্জ সদর উপজেলার মইশখালী গ্রামের রফিক (৩৫), চরশোলাকিয়া এলাকার মামুন (৩০), করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রামের দেলোয়ার হোসেন (৩৫), একই এলাকার রবিন (৩২), এবং কুমিল্লার লাকসাম উপজেলার সুজিত সাহা (৫০)।
কটিয়াদী থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার উদ্দেশে কাজ করছিল বলে ধারণা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন। তবে প্রতারকদের ব্যাপারে আরও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে পুলিশ।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                