pressbd24
ঢাকাসোমবার , ১৭ মার্চ ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বিজিবির হাতে দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
মার্চ ১৭, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী বিওপির বিজিবি সদস্যরা রোববার (১৬ মার্চ) অভিযান চালিয়ে দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তারর করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- সঞ্জিত দেব বর্মা (৩০) ও বিমল দেব বর্মা (২৩)।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী কৈখলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এসব ভারতীয় নাগরিক পাসপোর্ট বিহীনভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল। তারা ভারতের সিপাহি জেলার মধুপুর থানার কোনাবন গ্রামের মৃত ধীরেন্দ্র দেব বর্মার ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে,গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। তারা পাসপোর্ট ছাড়াই সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, আটক ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় সোপর্দ করা হয়েছে।

এই অভিযানে বিজিবি সদস্যদের কার্যক্রমের মাধ্যমে সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অনুপ্রবেশ রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিজিবি আরও জানায়, তারা ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।