ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী কৈখলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এসব ভারতীয় নাগরিক পাসপোর্ট বিহীনভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল। তারা ভারতের সিপাহি জেলার মধুপুর থানার কোনাবন গ্রামের মৃত ধীরেন্দ্র দেব বর্মার ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে,গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। তারা পাসপোর্ট ছাড়াই সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, আটক ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় সোপর্দ করা হয়েছে।
এই অভিযানে বিজিবি সদস্যদের কার্যক্রমের মাধ্যমে সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অনুপ্রবেশ রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিজিবি আরও জানায়, তারা ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।