খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম জোড়া সিন্ধু কারবারিপাড়াতে জেএসএস (সন্তু লারমা) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় চার ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টা দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।
তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল রাতে জোড়া সিন্ধু কারবারিপাড়া থেকে তিন-চার কিলোমিটার দূরে জেএসএস (সন্তু লারমা) ও ইউপিডিএফ- এর মধ্যে গোলাগুলি হয়েছে। এতে চার ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।