খাগড়াছড়ি প্রতিনিধি ; খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ছয়টি ফার্মেসিকে ৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২০ আগস্ট) সকালে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।
তিনি বলেন, ‘ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ রাখার দায়ে ছয় মালিককে এই জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদেরকে সতর্ক করা হয়েছে।’
অভিযানে দীঘিনালা স্যানিটারি পরিদর্শক তুজিম চাকমা ও থানা পুলিশের দল সহযোগিতা করেন। উপজেলা
প্রশাসন জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।