স্টাফ রিপোর্টার : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পৃথক অভিযানে একাধিক মামলার আসামি দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৪ জানুয়ারি) রাতে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং এলাকা থেকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাইন্দং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলামকে আটক করা হয়।
এর আগে শনিবার (৩ জানুয়ারি) রাতে খাগড়াছড়ি সদর থানা পুলিশ পৃথক অভিযানে সদর থানাধীন দক্ষিণ গঞ্জপাড়া এলাকা থেকে মো. ইউনুছ মিয়া (৩৮)কে গ্রেপ্তার করে। তিনি মাটিরাঙ্গা উপজেলার বড়বিল মুসলিম পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মো. তাজুল ইসলামের বিরুদ্ধে হামলা, ভাঙচুরসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। তিনি মাটিরাঙ্গা থানার ৬টি এবং খাগড়াছড়ি সদর থানার আরও ৫টি মামলার আসামি।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অন্যদিকে মো. ইউনুছ মিয়ার বিরুদ্ধে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে মোট ১৬টি মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি প্রতারণার মাধ্যমে বহু মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে তাদের সর্বস্বান্ত করেছেন।
খাগড়াছড়ি সদর থানায় দায়ের করা এফআইআর নং-৯সহ একাধিক মামলায় তিনি অভিযুক্ত।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তার দুইজনকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

