ফারুক হোসেন, নিজস্ব প্রতিবেদক (খাগড়াছড়ি) : খাগড়াছড়ি ২০৩ ভোটকেন্দ্রের মধ্যে ১৮৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, যার মধ্যে ৬৩টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন।
পুলিশের বিশেষ শাখা (ডিএসবি)-এর পর্যবেক্ষণের ভিত্তিতে এসব কেন্দ্র চিহ্নিত করা হয়েছে।
নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, “পুলিশের বিশেষ শাখা কেন্দ্রগুলোর মধ্যে সাধারণ, ঝূঁকিপূর্ণ ও অধিক ঝূঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে। ডিএসবি আমাদেরকে সেভাবে তালিকা দিয়েছে। “শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য আমরা সব ধরনের উদ্যোগ গ্রহণ করব।”
খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ২০৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৭৩ হাজার ৯০৪ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৪ জন।
খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) সায়েম মির্জা সায়েম মাহমুদ বলেন, “ভৌগলিক অবস্থান ও প্রার্থীরা যে কেন্দ্রগুলোতে ভোট দেবে সেগুলোকে আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় করে থাকি।
“প্রতিটি কেন্দ্রে নির্ধারিত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।”
এছাড়া যেসব কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ সেগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে বলে জানান তিনি।

