অনলাইন ডেস্ক ; গত ১৫ দিনে তিনটি আদেশের মাধ্যমে নির্বাচন কমিশনের (ইসি) মাঠ পর্যায়ের ১৭৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ইসি সূত্রে এমন তথ্যই জানা গেছে।
ইসির এক কর্মকর্তা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ের যেসব কর্মকর্তা একই উপজেলায় দায়িত্ব পালন করছিলেন, তাদের বদলি করা হচ্ছে। যাতে স্বজনপ্রীতি না করে নির্বাচনে সবাই নিরপেক্ষভাব দায়িত্ব পালন করতে পারে।
তিনি জানান, গত ১৫ দিনে তিনটি আদেশে ১৭৪ জন কর্মকর্তা বদলি হয়েছেন। শুধু ছোট পদগুলো নয়, আঞ্চলিক, জেলা, অতিরিক্ত জেলা, ইসি সচিবালয়ের সকল পর্যায়ের উচ্চ পদগুলোতে পরিবর্তন আনার পরিকল্পনা করা হচ্ছে।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত বদলির আদেশ জারি করা হয়েছে। যেখানে ৫২ জন কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়।
এছাড়া বদলিকৃত কর্মকর্তারা আগামী ৬ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন, অন্যথায় আগামী ৭ আগস্ট তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন। বদলিকৃত ৫২ জনের বেশিরভাগই উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা।
এর আগে গত ২৭ জুলাই ৭১ জন কর্মকর্তাকে বদলি করে আদেশ জারি করে ইসি। তার আগে ১৫ জুলাই ৫১ জন কর্মকর্তাকে বদলি করে আদেশ জারি হয়।