
স্টাফ রিপোর্টার : গাইবান্ধার সোহাগ বোর্ডিং (আবাসিক) থেকে ১৩১ বোতল এসকাফ নামের মাদকদ্রব্য জব্দ করেছে র্যাব।
একইসঙ্গে আব্দুল মতিন (৫০) ও কামাল হোসেন (৬৫) নামের দুই মাদক কারবারিকে ও আটক করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার আসামি আব্দুল মতিন ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানাধীন রাউতনগর গ্রামের মৃত আব্দুল জব্বার মুন্সির ছেলে ও কামাল হোসেন একই গ্রামের মৃত আব্দুল বাসির ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার সোহাগ বোর্ডিং-এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ৭-গ নম্বর রুমের আব্দুল মতিনের হেফাজতে থাকা ৭১ বোতল ও কামাল হোসেনের হেফাজতে থাকা ৬০ বোতলসহ মোট ১৩১ বোতল এসকাফ নামের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
অভিযানিক দলটি প্রাথমিকভাবে নিশ্চিত হয় যে, ওই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য এসকাফ ক্রয় করে তা দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন।
গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।