স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরের হারিকেন এলাকায় যাত্রীবাহী একটি চলন্ত বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে আজমেরী গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। একপর্যায়ে বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরের হারিকেন এলাকায় পৌঁছায়।
এ সময় চলন্ত বাসের পেছন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে চালক বাসটি থামলে যাত্রীরা দ্রুত নেমে যায়।
মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই বাসের আগুন নেভায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনে বাসের ৮০ শতাংশ পুড়ে গেছে। তবে বাসের পেছনে কেউ আগুন লাগিয়েছে কিনা তা তদন্তের পর জানা যাবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. মহিউদ্দিন বলেন, বাসটি গাজীপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লেগে ভেতরে পুড়ে যায়। তবে কোনো নাশকতার ঘটনা ঘটেনি।

