চট্টগ্রাম–৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এর আগে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে তিনি তথ্যটি নিশ্চিত করেন।
শওকত আজম খাজা বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পরামর্শে এরশাদ ভাইকে দ্রুত হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়েছে। উনি এখন শঙ্কামুক্ত আছেন। গতকাল (৬ নভেম্বর) আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন উনার সঙ্গে কথা বলেন এবং আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।’
উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় গণসংযোগ শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ। একই ঘটনায় সরোয়ার হোসেন বাবলা নামে এক ব্যক্তি নিহত হন।

