pressbd24
ঢাকারবিবার , ২০ জুলাই ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘গোপালগঞ্জে প্রকৃত অপরাধীদের ধরা হচ্ছে, গণগ্রেফতার নয়’ : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
জুলাই ২০, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: গোপালগঞ্জে প্রকৃত অপরাধীদের ধরা হচ্ছে, কোনো গণগ্রেফতার চলছে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘অন্যায় করলে সে গ্রেফতার হবে। কোনো অবস্থায় যেন দুষ্কৃতকারী ছাড়া না পায়।’

রোববার (২০ জুলাই) আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলি ছোড়া বিষয়ক এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যে সময় যে পরিস্থিতি ওই ব্যবস্থা নিতে হবে।’ তিনি জানান, ‘গোপালগঞ্জে আস্তে আস্তে ১৪৪ ধারা উঠিয়ে নেওয়া হবে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, সেটি তো আমি অস্বীকার করছি না। এটা তো রাজনীতি। আগে যখন আমরাও রাজনীতি করেছি, তখন ইউনিভার্সিটিতেও তো কত ধরনের ঘটনা হয়েছে।’

গোপালগঞ্জে মৃত্যুর ঘটনায় এখনো মামলা হয়নি- এ নিয়ে এক সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশ মামলা করবে কি করবে না, একটি কমিটি গঠন করা হয়েছে, তারা বলবে।’

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হরতাল নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের তরফ থেকে একটি হরতাল ডাকা হয়েছে, হরতাল হয়েছে কি না সেটা বলেন।’

তিনি বলেন, ‘দুটি গাড়ি পোড়ানো হয়েছে সত্যি কথা। নাশকতা হয়েছে। অন্যান্য হরতাল কল করার সময় এই নাশকতাটা আরও বেশি হয়েছে। তার থেকে আমরা অনেকটা কমিয়ে আনতে পেরেছি কি না, সেটি আপনারা দেখবেন।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।