
স্টাফ রিপোর্টার ; গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ আসামিকে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ আগস্ট) বিকেলে গোবিন্দগঞ্জ থানা থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেফতাকৃতরা হলেন : গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের পারধুন্দিয়া গ্রামের হায়দার আলীর ছেলে খাজা মিয়া (৪৫) ও রাখাল বুরুজ ইউনিয়নের দরগাপাড়ার মজিবর রহমানের ছেলে মুজাহিদ (৩৫)। তারা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
এছাড়া দরবস্ত ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের আহাম্মেদ আলীর ছেলে রাকিব হাসান (২৫) ও আব্দুল কাফি শেখের ছেলে লিঠু শেখ (৩০) ও মহিমাগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহেনুল ইসলাম (৫০) অন্যান্য মামলার আসামি।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে গাইবান্ধা জেলা র্যাব ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল গাজীপুর জেলা র্যাবের সহযোগিতায় গাজীপুরে অভিযান পরিচালনা করা হয়।
এসময় খাজা মিয়া (৪৫) ও মুজাহিদ (৩৫) নওগাঁ জেলায় অপহরণ করে হত্যা মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামিকে আটক করা হয়েছে।
অপর দিকে পারিবারিক মামলায় দুই আসামি রাকিব হাসান (২৫) ও লিঠু শেখকে তাদের নিজ এলাকা থেকে আটক করে থানা পুলিশ।
এদিকে ডেভিল হান্ট অপারেশন চলিয়ে মহিমাগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহেনুল ইসলাম (৫০) নামে একজনকে আটক করে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, এই উপজেলার অপরাধ নির্মূলের লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে। আগামীতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে।