চট্টগ্রামের চন্দনাইশে দুই সন্তানের জননী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নুর হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বৈলতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড খোদারহাট গুচ্ছগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুর হোসেন একই এলাকার আব্দুল গফুরের ছেলে।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড খোদারহাট গুচ্ছগ্রামে ওই গৃহবধূকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার বাসিন্দা নুর হোসেন। গত ১ অক্টোবর রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে নুর হোসেন গৃহবধূর ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। এরপর জোরপূর্বক তাকে ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরে অভিযুক্ত নুর হোসেন পুনরায় ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিলে গৃহবধূ বিষয়টি তার স্বামীকে জানান। স্থানীয়ভাবে বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা হলেও তা ব্যর্থ হয়। পরবর্তীতে ভুক্তভোগী নারী বাদী হয়ে চন্দনাইশ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার পরপরই থানার উপপরিদর্শক (এসআই) মো. নুর আমজাদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে রবিবার দিবাগত রাতে নুর হোসেনকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ‘আত্মগোপনে থাকা ধর্ষণ মামলার একমাত্র আসামিকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
আটক আসামিকে সোমবার (১৩ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং নির্যাতনের শিকার গৃহবধূকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।