চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিনের পাঠানো পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন- মোহরা ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোহান এবং ছাত্রলীগ কর্মী মো. সজীব হোসেন। আমিনুল নগরের চান্দগাঁও থানার দক্ষিণ মোহরা এলাকার শাহ আলম কন্ট্রাক্টরের বাড়ির আব্দুস সবুরের ছেলে এবং সজীব ভোলা জেলার সদর উপজেলার মো. জালাল বাউলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে আমিনুল ইসলাম রোহানকে বৈষম্যবিরোধী আন্দোলনকালে নিহত দোকান কর্মচারী সায়মান প্রকাশ মাহিন (১৬) হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
অন্যদিকে, সজীবকে একই আন্দোলনে নিহত ছাত্র তানভীর ছিদ্দীকি হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানিয়েছেন, সিডিএমএস যাচাই করে গ্রেপ্তার রোহানের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি বিস্ফোরকদ্রব্য আইনে হওয়া একটি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে।