pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের চান্দগাঁওয়ে ৩ চোরাই সিএনজি উদ্ধার : গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক
জুলাই ২৪, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তিনটি চোরাই সিএনজি উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে চোরচক্রের দুই সদস্য মোহাম্মদ আব্বাস (৩২) ও মো. গিয়াস উদ্দিন (৩৫) কে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে এ অভিযানের তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পশ্চিম জোন ডিবির জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন।

তিনি জানান, গ্রেপ্তার দুইজনের কাছ থেকে জালিয়াতির মাধ্যমে তৈরি করা চোরাই সিএনজির বিভিন্ন ডকুমেন্ট, নকল রেজিস্ট্রেশন কাগজ ও নম্বর প্লেট উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই সিএনজি এনে কবির মিস্ত্রি নামে এক ব্যক্তির সহায়তায় এসব যানবাহনের নকল কাগজ তৈরি করে বিক্রি করত।

এসআই ইমরান বলেন, বহদ্দারহাট এলাকায় চোরাই সিএনজি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কিছু লোক অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পশ্চিম জোনের একটি দল চান্দগাঁওয়ের খাজা রোডের বাবর চৌধুরীর গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে।

ঘটনাস্থল থেকে তিনটি চোরাই সিএনজি উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত দুই আসামি এবং তাদের অজ্ঞাত সহযোগীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।