pressbd24
ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অবৈধ আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২০, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটি উল্লেখ করে শিগগিরই আইনানুগ প্রক্রিয়ায় সেখানে থাকা অবৈধ বসতি ও অস্ত্রধারীদের নির্মূল করার ঘোষণা দিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান।

তিনি বলেন, ‘অবৈধ কর্মকাণ্ডের এই আস্তানা আমরা ভেঙে চুরে গুঁড়িয়ে দেব— এইটুকু কথা আমরা আপনাদের দিলাম।’

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় র‍্যাব-৭-এর প্রধান কার্যালয়ে সন্ত্রাসী হামলায় নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন র‍্যাব ডিজি।

এর আগে, দুপুর আড়াইটার দিকে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

একেএম শহিদুর রহমান বলেন, নায়েব সুবেদার মোতালেব হোসেন শহীদ হয়েছেন। এ ঘটনায় যারা দায়ী, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত র‍্যাব পুরো বিষয়টি মনিটরিং করবে বলেও জানান তিনি।

নিহতের পরিবারের বিষয়ে র‍্যাব ডিজি বলেন, মোতালেব হোসেনের পরিবারের ওপর অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর স্ত্রী স্বামী হারিয়েছেন, সন্তানরা পিতা হারিয়েছে। আমরা তাঁকে ফিরিয়ে দিতে পারব না, তবে তাঁর পরিবারের দায়িত্ব আমরা গ্রহণ করেছি। পরিবার যাতে কোনোভাবে অসহায় না হয়ে পড়ে, সে বিষয়ে আমরা পাশে থাকব।

জঙ্গল সলিমপুর প্রসঙ্গে তিনি বলেন, এলাকাটি এখন সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। সেখানে যারা অবৈধভাবে বসবাস করছে এবং অবৈধ অস্ত্রের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খুব দ্রুতই সেখানে অভিযান চালানো হবে।

র‍্যাব ডিজি আরও বলেন, ২০২৪ সালের জুন-আগস্টের পর থেকে র‍্যাব অনেক সন্ত্রাসী গ্রেপ্তার করেছে এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। প্রতিটি অভিযানে ঝুঁকি থাকে। সোমবারের ঘটনাটিও সেরকম একটি ব্যতিক্রমী পরিস্থিতি। পরিস্থিতি বিবেচনায় এবং সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির আশঙ্কায় সদস্যরা তখন গুলি চালাননি।

তিনি জানান, পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হবে। কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করে ভবিষ্যতে আরও কার্যকরভাবে অভিযান পরিচালনা করা হবে। হামলায় জড়িত কয়েকজনের নাম ইতিমধ্যে পাওয়া গেছে। তাদের গ্রেপ্তার করা হবে।

র‍্যাব মহাপরিচালক বলেন, দেশের আইনশৃঙ্খলা ও শান্তি রক্ষায় র‍্যাব সর্বশক্তি দিয়ে কাজ করবে। যেকোনো ঝুঁকি নিয়েই হোক, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা দায়িত্ব পালন করে যাবে।

এর আগে, সোমবার (১৯ জানুয়ারি) জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব-৭-এর সদস্য নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন নিহত হন।

এ ঘটনায় আরও তিনজন র‍্যাব সদস্য আহত হন। ঘটনার পরপরই যৌথ বাহিনী ওই এলাকার সব প্রবেশমুখে অবস্থান নেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা রঙের দুইটি মাইক্রোবাসে করে র‍্যাব সদস্যরা সেখানে গেলে মাইকিং করে কয়েকশ’ মানুষ জড়ো করে তাঁদের ওপর হামলা চালানো হয়। মাইক্রোবাস ভাঙচুরের দৃশ্যও ভিডিওতে দেখা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।