pressbd24
ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের নোয়াপাড়ায় অস্ত্র-গুলি উদ্ধার ; গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।

তিনি বলেন,  ‘১৮ নভেম্বর রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), রাউজান থানা ও পটিয়া থানার সমন্বিত অভিযানে নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকা থেকে স্থানীয় মুদি দোকানদার জহির আহাম্মদকে প্রথমে আটক করা হয়। পরে তার দোকানের তাক থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

‘জহিরের স্বীকারোক্তির ভিত্তিতে পটিয়া থানার হাইদগাঁও মাইজপাড়া এলাকা থেকে মো. সাকিবুল ইসলাম ও রানা নামের দুইজনকে আটক করা হয়।’

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, এর আগে সোমবার (১৭ নভেম্বর) রাউজান থানার একটি মামলায় আটক হওয়া আসামি হুমায়ুন উদ্দীনের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৮ নভেম্বর চৌধুরীহাট এলাকার একটি পুকুরপাড় থেকে পুঁতে রাখা অবস্থায় একটি একনলা বন্দুক ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়। এই অস্ত্রগুলো মামলার পলাতক আসামি মহিউদ্দিন লুকিয়ে রেখেছিলেন বলে জানা যায়।’

প্রসঙ্গত, চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা চলতি (নভেম্বর) মাসে ৫টি মামলা করেছে,আটক হয়েছে ৮ জন। উদ্ধার হয়েছে ১৬টি আগ্নেয়াস্ত্র, ৮টি দেশীয় অস্ত্র, ৭৫ রাউন্ড গুলি ও ২৪টি কার্তুজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।