স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় দেবরের ছুরিকাঘাতে ফেরদৌস আরা (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
রবিবার (১৩ জুলাই) মধ্যরাতে পতেঙ্গা থানার চড়িহালদা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস আরা স্থানীয় লোকমানের স্ত্রী এবং আবু বক্করের পুত্রবধূ।
পুলিশ সূত্রে জানা গেছে, পরিবারের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে জমি ও অন্যান্য বিষয় নিয়ে ঝামেলা চলছিল।
রবিবার রাতে সেই বিরোধ চরমে পৌঁছালে ফেরদৌস আরার দেবর তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত দেবর পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।