স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের ফটিকছড়িতে গাছের সাথে হাত ও গলা বাঁধা অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ভুজপুর থানার নাজিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উদালিয়া চা বাগানের মদিনা টিলা নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অটোরিকশা চালকের নাম মোহাম্মদ সোহেল মিয়া (১৯)।
তিনি লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার মোহাম্মদ আলীর ছেলে।
উদালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জৌতিষ চন্দ্র দেব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত আছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

