স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ অবৈধ অস্ত্র ক্রয়–বিক্রয় সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
পুলিশ জানায়, বুধবার (২১ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
এ সময় সিএন্ডবি বালুর টালসংলগ্ন সিটি লাইটস পেট্রোল পাম্পের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে সিএনজিটি আটক করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা পিস্তলটি যুক্তরাষ্ট্রে তৈরি ৭.৬৫ এমএম ক্যালিবারের।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তি অবৈধ অস্ত্র কেনাবেচার একটি চক্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

