চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথবাহিনীর অভিযানে চোলাই মদসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ২শ’ বোতল চোলাই মদ জব্দ করা হয়।
সোমবার (২৬ মে) দিবাগত রাত ২টায় উপজেলার পদুয়া উত্তর জলদাশ পাড়ায় কমল জলদাসের বাড়ির পাশের বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন: একই গ্রামের মৃত ভাটিরাম দলদাশের ছেলে কমল জলদাশ (৪৫), হরিলাল জলদাশের ছেলে আশীষ জলদাশ (২৫) এবং মৃত তুফান জলদাশের ছেলে বাবলু জলদাশ (২০)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় মাদককারবারিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার (২৭ মে) সকালে আদালতে সোপর্দ করা করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।