স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে রিদুয়ানুল হক (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বিকেলে উপজেলার পুটিবিলা বিবিসি ব্রিকস ফিল্ডসংলগ্ন ডিসি সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক মো. মুকিত গুরুতর আহত হন।
নিহত রিদুয়ান উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড নালারকুল এলাকার আজিজুল হকের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, স্থানীয় যুবক মুকিতের মোটরসাইকেলের পেছনে বসে আমিরাবাদ যাচ্ছিলেন রিদুয়ান। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা খায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালের আইসিউতে রাত ৮টার দিকে রিদুয়ান মারা যায়।
স্থানীয় আরফাত জানান, পেশায় রিদুয়ান ছিলেন রাজমিস্ত্রীর সহকারী।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার জাহিদ হোসেন বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনার খবর পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

