স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি, ড্রোন ও মদসহ এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলার চরম্বা ইউনিয়নের তেলিবিলা এলাকায় যৌথ বাহিনীর এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার আসামি মো. রিফাত (৩২) লোহাগাড়ার চরম্বা তেলিবিলা গ্রামের মো. সিদ্দিক সওদাগরের ছেলে।
অভিযানে ২টি এলজি, ৭ রাউন্ড কার্তুজ, ১টি ড্রোন, ৯টি চাকু, ১টি চাপাতি, ১টি স্টিল স্টিক, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৬টি বাটন ফোন ও প্রায় ২ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল বলেন, যৌথ অভিযানে রিফাতকে গ্রেফতার করা হয়। তার বাড়িতে তল্লাশী চালিয়ে পরিমান অস্ত্র, কার্তুজ, চাকু, চুরি, মদ, ড্রোন ও মোবাইল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার আদালদে সোপর্দ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

