স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত অফিসার-ফোর্সের (এপ্রিল-২০২৫) মাসের সামগ্রিক কর্ম মূল্যায়ণে জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে মনোনীত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুন্ড সার্কেল) লাবীব আব্দুল্লাহ।
২৬ শে মে (সোমবার) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স সিভিক সেন্টারে পুলিশ সুপার, চট্টগ্রাম মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ফোর্সের সামগ্রিক কল্যাণ সংক্রান্ত বিষয়ে আলোচনা ও বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহিত হয়।
এসময় পুলিশ সুপার ফোর্সের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। সভা শেষে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সীতাকুন্ড সার্কেল অফিসারকে বিশেষ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট অফ এপ্রিসিয়েশন প্রদান করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার। এ স্বীকৃতি অর্জনে সীতাকুন্ড সার্কেল অফিসারের মনোবল, পেশাদারিত্ব ও কর্মোদ্দীপনা বৃদ্ধি করবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সিরাজুল ইসলাম পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ জুনায়েত কাউছার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), শেখ মোঃ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোঃ রাসেল আহমেদ পিপিএম (বার) ও সকল সার্কেল ও সহকারি পুলিশ সুপারবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।