
নিহত আহমদ হোসেন ওই এলাকার জলিল বক্সের ছেলে।
এলাকাবাসী জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আহমদ হোসেন ও তার ছেলে রিয়াদ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার রাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিয়াদ ছুরিকাঘাত করে বাবাকে গুরুতর আহত করে।
স্থানীয়রা আহমদ হোসেনকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে রিয়াদ হোসেন পলাতক। খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী এবং সাতকানিয়া থানার ওসি আবু মাহমুদ কাউছার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাতকানিয়া থানার ওসি আবু মাহমুদ কাউছার হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ছেলে রিয়াদ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি।