pressbd24
ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে আহত, ছাত্রদল কর্মীর মৃত্যু

অনলাইন ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে আহত ছাত্রদল কর্মী মো. তামিম বিল্লা অবশেষে মারা গেছেন।

বুধবার (১৫ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগের রাত মঙ্গলবার একই ঘটনায় নিহত হন চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাশ (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাট দাতারাম সড়কে ছাত্রদল কর্মী অপি দাস ও তামিম বিল্লার ওপর দুর্বৃত্তরা হামলা চালায়।

ঘটনাস্থলেই অপি দাশ নিহত হন। গুরুতর আহত অবস্থায় তামিম বিল্লাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি বুধবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় জড়িত সন্দেহে আবসার উদ্দিন (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

হাটহাজারী থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজে আবসারের সম্পৃক্ততা পাওয়া গেছে। ছুরিকাঘাতে অপি দাশ নিহত হওয়ার পর সে নিজেও আহত হয় এবং স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিল। ওই ক্লিনিক থেকেই তাকে আটক করা হয়েছে।’

তিনি বলেন, ‘দুইজনের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। হামলার পেছনে কারা ছিল ও কারণ কী—তা খতিয়ে দেখা হচ্ছে।’

নিহত অপি দাশ হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।