pressbd24
ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে গোপন বৈঠকের সময় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৬ ২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে গোপন বৈঠক চলাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি খালেদ মাসুদকে আটক করেছে পুলিশ।

সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক খালেদ মাসুদ বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী এলাকার প্রয়াত শওকত আলীর ছেলে।

পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আন্দরকিল্লা এলাকায় গোপনে বৈঠক করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানের সময় খালেদ মাসুদকে ঘটনাস্থল থেকে আটক করা হলেও তার সঙ্গে থাকা অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, আটক ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িত ছিলেন। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।