চট্টগ্রামে চোরাই গাড়ি কেনাবেচা চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার (৭ মে) বিকেল সাড়ে তিনটার দিকে নগরের পুরাতন রেলওয়ে স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়েছে।
আটকরা হলেন : মো. শামীম (২৫), মো. রাসেল (৩০), কাজী নজরুল ইসলাম ফয়সাল (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন সামনে গ্রামীন মাঠ সংলগ্ন নাসার্রির পাশে রাস্তার উপর চোরাই গাড়ি ক্রয় বিক্রয়কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালানোর চেষ্টা করে। তবে তাদের আটক করতে সক্ষম হয় কোতয়ালি থানা পুলিশের চৌকস টিম। তাদের হেফাজতে থাকা ১টি চোরাই প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. আজাহারুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন।
ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।