স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে বিএনপির গণসংযোগকালে দুর্বৃত্তদের গুলিবর্ষণে চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
এসময় সরোয়ার বাবলা নামে একজন নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন চালিতাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এরশাদ উল্লাহ বিকেলে স্থানীয় এলাকায় গণসংযোগ শেষে ফেরার সময় হঠাৎ অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি চালায়। মূলত হামলাটি সরোয়ার বাবলাকে লক্ষ্য করে করা হয়েছে। কিন্তু ঘটনাস্থলে এরশাদ উল্লাহ থাকায় তিনি ও তার সঙ্গে থাকা আরও দুইজন গুলিবিদ্ধ হন। এরমধ্যে সরোয়ার বাবলা ঘটনাস্থলেই নিহত হন এবং বাকি সবাইকে নগরের এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিএনপি কর্মী জহির উদ্দীন বাবর বলেন, ‘আমরা এভারকেয়ারে আসছি। কিন্তু এখানে কাউকে ঢুকতে দিচ্ছে না। তবে শুনেছি, এরশাদ উল্লাহ আশঙ্কমুক্ত। আর একজন মারা গেছেন। কিন্তু তার পরিচয় জানতে পারিনি। তবে সবাই সরোয়ার বাবলার কথাই বলছেন।’
চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মাদ শাহেদ বলেন, ‘এরশাদ সাহেদ এখন আশঙ্কামুক্ত। তবে পাঁচলাইশ থানা ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শান্তর অবস্থা শঙ্কাপূর্ণ। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’
পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আবিদ বলেন, ‘ঘটনাটি মূলত বায়েজিদ এলাকায় ঘটেছে। যতটুকু শুনেছি, তিনি গণসংযোগ শেষে ফেরার পথে সরোয়ার বাবলার সঙ্গে দেখা হয়। তাদের কথা চলাকালে সরোয়ারকে গুলি করলে গুলির খণ্ড অংশ এরশাদ সাহেবের পায়ে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় বিএনপিপ্রার্থী এরশাদ উল্লাহকে দ্রুত নগরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।’
চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, ‘তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। একজনের মৃত্যুর খবর পেয়েছি। হাসপাতালে যাচ্ছি, সেখানে গিয়ে বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।’

