স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় র্যাবের অভিযানে সুজন বড়ুয়া প্রকাশ সাইমন (২৯) নামের একজন ইউপিডিএফ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সে খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি থানার সাঁওতাল পাড়া গ্রামের মৃত অশোক বড়ুয়ার ছেলে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় ২০২৫ সালের ১৮ ই মে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার সন্দিগ্ধ পলাতক আসামি সুজন বড়ুয়া’কে সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার জালালাবাদ কুলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে হেফাজতে নেয় র্যাব।
এছাড়াও সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি থানার চুরি এবং নাশকতার দু’টি মামলার তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার তাকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।