স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে তিন কোটি টাকার ইয়াবার বিশাল চালানসহ মনোয়ারা বেগম (৪৩) নামে এক নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে র্যাব-৭। পুলিশ ওই নারীকে আদালতে প্রেরণ করেছে।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে এ তথ্য জানান আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন। তিনি বলেন,আটক মনোয়ারা বেগমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-৭ এর একটি দল বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত সোয়া ১১টায় আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়ায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ ওই নারীকে গ্রেফতার করে র্যাব।
ইয়াবাগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। আর গ্রেফতার আসামি মনোয়ারা বেগম (৪৩) রায়পুর ইউনিয়নের দক্ষিণ পারুয়াপাড়া গ্রামের আনোয়ার মাঝির স্ত্রী।
এদিকে শুক্রবার (১৮ জুলাই) দুপুরে র্যাবের মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে র্যাব সদস্যরা জানতে পারে- রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া এলাকার একটি বসতঘরে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রয়েছে। এমন তথ্যে বৃহস্পতিবার রাতে র্যাব-৭ এর একটি অভিযানিক দল দক্ষিণ পরুয়াপাড়ার আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা মাদক কারবারি মনোয়ারা বেগমকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে তার দেখানো ও শনাক্ত মতে ঘরের বারান্দায় খাটের নিচে রাখা একটি নীল এবং কালো রঙের ব্যাগ থেকে বিশেষভাবে স্কচটেপে মোড়ানো ১০টি ইট সদৃশ প্যাকেট উদ্ধার করা হয়।
ওই প্যাকেটগুলোতে মোট ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনোয়ারা বেগম স্বীকার করে বলেছেন, তিনি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার মায়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দরে বিক্রি করে আসছিলেন।
আটক আসামি মনোয়ারা বেগমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবাসহ আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।