স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম মহানগরীর শীর্ষ সন্ত্রাসী ডাবলমুরিং থানার হত্যা মামলাসহ ১৪টি মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ সুমন’কে (৪২) চট্টগ্রামের হাটহাজারী থানার দক্ষিন পাহাড়তলী এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল।
গ্রেফতারকৃত সুমন হলেন, চট্টগ্রামের হাটহাজারী থানার সন্দ্বীপ কলোনীর মোঃ মজিবুল হকের ছেলে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রাম ডাবলমুরিং থানার হত্যা মামালার এজাহারনামীয় পলাতক আসামি চট্টগ্রামের হাটহাজারী থানার ০১নং সন্দ্বীপ কলোনীর দক্ষিণ পাহাড়তলী এলাকায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে র্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল ঔই এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ সুমন’কে গ্রেফতার করে হেফাজতে নেয়। পরে সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং ও হাটহাজারী থানায় নাশকতা, চুরি এবং হত্যা সংক্রান্তে আরো ১৪টি মামলার তথ্য পাওয়া যায়।