স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকা হতে ছিনতাই পরিকল্পনা কালে বিপুল পরিমান দেশী অস্ত্রসহ একজন ছিনতাইকারী’কে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল।
আটককৃত আসামি হলেন, চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানার বুলগাঁও গ্রামের শাহ আলমের ছেলে মোঃ রাসেল (২৬)।
রবিবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু ছিনতাইকারী চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র সহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত সাড়ে নয়টায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার মধ্যম মার্দাশা সিকদার বাড়ি এলাকায় পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় র্যাব সদস্যরা আসামি'কে আটক করে হেফাজতে নেয়। পরে আটককৃত আসামির প্যান্টের কোমড় হতে একটি প্লাস্টিকের তৈরি কালো রংয়ের অস্ত্র সদৃশ খেলনা পিস্তল এবং ০১ টি লোহার তৈরি রামদা সহ উক্ত স্থান থেকে কাঠের বাটযুক্ত সেভেন গিয়ার বিশিষ্ট ০১টি ধারালো চাকু, একটি স্টীলের তৈরী বাটন, ০১টি লোহার তৈরী ছেনি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে এবং তাঁর অন্যান্য সহযোগীরা পরস্পর যোগসাজস দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় সাধারন পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে, স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামিকে রবিবার চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।